Thursday, 21 January 2016

আইটেম গানের টিজারে হট ববি

আজ অনলাইনে প্রকাশিত হয়েছে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘ওয়ান ওয়ে’ ছবির আইটেম গানের ভিডিও। এতে বাপ্পি ও আনিসুর রহমান মিলনের সঙ্গে অন্যরকম ববিকে দেখা গেছে।‘ওয়ান ওয়ে’ ছবিতে অভিনয় করেছেন বাপ্পি, আনিসুর রহমান মিলন, মিশা সওদাগরসহ আরও অনেকে। ২০১৪ সালের জানুয়ারিতে ছবিটির শুটিং হলেও নানা কারণে ছবিটি এখনো মুক্তি পায়নি। জানা যায়, খুব শিগগীরই ছবিটি মুক্তি পাবে।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: