অফিস শেষ করে বাসায় যাবার পথে রাস্তায় বানিজ্য মেলার প্রচন্ড জ্যাম। গাড়ীতে চুপ করে বসে না থেকে। হাতে থাকা স্মাট ফোনটি দিয়ে অনলাইনের দুনিয়াতে প্রবেশ করলাম। প্রথমে বিয়ের ছবি দেখে বিশ্বাস হচ্ছিল না যে বিয়েটা করেছেন তাঁরা। ভাবলাম হয়তো কোন নাটকের দৃশ্যধারণ চলছে। কিছুক্ষণ পর একটা কল আসল ফোনে। ওপাশ থেকে বলল। ভাই অভিনেতা নাঈম আর অভিনেত্রী নাদিয়া বিয়ে করেছেন একটু আগে। আমি অনেকটা অবাক হয়ে বুঝতে পারলাম সত্যিই তাঁরা বিয়ে করেছেন। যাইহোক, নতুন এই দম্পতি ১৫ জানুয়ারি গুলাশান ক্লাবে পারিবারিক ভাবে বিয়েটা সম্পন্ন করেছেন।

0 comments: