এবার ক্লিন ইমেইজ খ্যাত নায়িকা মৌসুমীর ভিডিও নিয়ে তোলপাড়
চলছে। গত নভেম্বর মাসের ১০ তারিখে ইউটিউবে ১ মিনিট ১১ সেকেন্ডের এ ভিডিওটি
আপলোড করা হয়।বর্তমানে এ ভিডিওটি দেখেছেন দুই লাখ ২০ হাজার ২০১জন অনলাইন
দর্শক। এ ভিডিওটি ‘সেক্স কাটপিস’ হিসেবে তৈরি করা হতে বলে ধারণা
করা হচ্ছে। তবে এটি আগে কখনো কোন ছবিতে প্রচার হয়েছে বলে কারো জানা
নেই।এদিকে মৌসুমির মতো একজন নামিদামি নায়িকা এভাবে দৃশ্যে ক্যামরা
বন্দি হওয়ায় অনেকে বিষয়টিকে অস্বাভাবিক বলে মনে করছেন।ভিডিওটি দেখার পর
অনেকেই বিভিন্ন মিডিয়ায় মন্তব্য করেছেন, মৌসুমীর মতো নায়িকারাও টাকার
জন্য ইজ্জত বিলাতে পারে।
ভিডিও টি দেখুন---->

gtytsd
ReplyDelete