Saturday, 1 August 2015

দেখুন অনন্ত-বর্ষার ঘনিষ্ঠ কিছু ছবি


খোঁজ দ্য সার্চ চলচ্চিত্রের মাধ্যমে দর্শক খুঁজে পেয়ছিলেন অনন্ত জলিলকে। আর অনন্ত জলিল এ ছবির মাধ্যমে খুঁজে পান তার মনের মানুষ। একসঙ্গে কাজ করতে গিয়েই পরিচয়, মন বিনিময়, প্রেম এবং বিয়ে। ঘটনাগুলো খুব দ্রুতই ঘটেছিলো ২০১০ সালে।
এর মাঝে বিয়ে বিচ্ছেদে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলা এবং থানায় জিডি করা পর্যন্ত ঘটনাও ঘটেছে। শুধু তাই নয় সংবাদ সম্মেলন করে বর্ষার বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ এনেছিলেন বাংলা চলচ্চিত্রের সর্বাধিক আলোচিত এবং সমালোচিত অভিনেতা অনন্ত জলিল। এর পর আবার সব মিটমাট। দু'জনে সুখি শান্তিতে বসবাস করতে লাগলেন। ২০১৪ সালের নভেম্বরে এই তারকা দম্পতির ঘরে আসে প্রথম সন্তান।
বলা যায় বাংলা চলচ্চিত্রের বর্তমানের সবচে সুখি দম্পতি হচ্ছে অনন্ত-বর্ষা। আর তার প্রমাণ পাওয়া যায় দু'জনের ফেসবুক পেজ এবং ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রবেশ করলেই। এ দুই তারকার ফেসবুকে পাওয়া যায় দুজনার বেশ কিছু ঘনিষ্ঠ রোমান্টিক ছবি। প্রথম দেখায় অনেকেই ছবিগুলো দেখে সিনেমার ছবি বলে ভুল ভাবতে পারেন। কিন্তু ছবিগুলো অনন্ত-বর্ষার ব্যক্তি জীবনের ছবি। প্রিয়.কমের পাঠকের জন্য তেমনি কিছু ছবি শেয়ার করা হলো এখানে....




SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: