Sunday, 17 August 2014

এবার বাংলাদেশী নায়িকা সাহারার ভিডিও ফাঁস! (ভিডিও)


এবার বাংলাদেশের জনপ্রিয় নায়িকা সাহারার একটি অপ্রকাশিত সেক্সি ভিডিও সম্প্রতি ইউটিউবে ফাঁস হয়ে গেছেআর এর পর থেকেই তাকে মিডিয়ায় তাকে আর পাওয়া যাচ্ছে নাপ্রচার করা হচ্ছে- ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাহারা অভিনয় জগত থেকে বিদায় নিয়েছেনসম্প্রতি একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেন
সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে সাহারা অভিনীত ঢাকা টু বোম্বে ছবিটি মুক্তি পায়সে সময় ছবির প্রচারে এগিয়ে আসতে দেখা যায়নি তাকেহঠাৎ করে সাহারার কেন এই লুকোচুরি তা সবার কাছে রহস্যজনকই রয়ে গেছেসাহারার এক সময়ের ঘনিষ্ঠজনরাও এ ব্যাপারে অবগত ননতবে চারদিকে জোর গুঞ্জন, সাহারা গোপনে বিয়ে করেছেন এবং মা হতে চলেছেনমূলত এ কারণেই তাকে গত ৬ মাসেও জনসম্মুখে দেখা যায়নিতবে সাহারার পক্ষ থেকে বিষয়টি বারবার অস্বীকার করা হয়েছে
এদিকে অনেক আগে এফআই মানিকের বিয়ে আমি করবো ছবিতে অভিনয় শুরু করেছিলেন সাহারাকিন্তু এর কাজ এখনো শেষ হয়নিতাই শাকিব-সাহারা জুটি অভিনীত এ ছবিটির ভবিষ্যৎ এখন অনিশ্চিত২০০৪ সালে রুখে দাঁড়াও ছবির মাধ্যমে সাহারার চলচ্চিত্রে অভিষেক ঘটেএতে তার বিপরীতে অভিনয় করেছিলেন শাকিব খান পর্যন্ত অর্ধশতকেরও বেশি জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন সাহারা

ভিডিও টি দেখুন---->

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: