সকলেই বিগত কিছু বছরে এক রকম নিশ্চিতই হয়ে গেছেন যে ঐশ্বরিয়াকে আর পর্দায় দেখতে পাওয়া যাবে না, হারিয়ে গেছেন
ঐশ্বরিয়া চিরতরে। একে তো বিয়ে ও সন্তানধারণের ধাক্কা, সন্তান হবার
পর বেজায় মুটিয়ে যাওয়া, সেই সাথে আছে
জয়া বচ্চনের মত অত্যাচারী
শাশুড়ি। সব মিলিয়ে ঐশ্বরিয়ার যেন নিজেকে ফিরে পাওয়াটা ছিল একেবারে অনিশ্চিত।
কিন্তু না, ফিরে এসেছেন তিনি। খুব খুব জলদি আবার রূপালি
পর্দাতেও দেখা যাবে তাঁকে, আবার সিনেমা কাঁপাবেন তিনি। ভাবছেন কেমন দেখাবে এখন তাঁকে?




0 comments: