বলিউড অভিনেত্রী আলিয়া ভাট যে তরুণ-তরুণীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় তা হয়তো সবার কম-বেশি জানা আছে। স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবি থেকে সরাসরি বলিউডে আত্মপ্রকাশ তার। সাফল্য লেগে রয়েছে তার আগাগোড়াই। এ পর্যন্ত আলিয়ার ৪টি সিনেমাই হিট।
তার অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকরাও। তার ফ্যাশন সেন্সও অনুরাগীদের প্রভাবিত করেছে।
সম্প্রতি সেই আলিয়া ভাটই একটি ইভেন্টে পোশাক-বিভ্রাটের শিকার হলেন।
ভিডিও দেখুনঃ এখানে

0 comments: