Monday, 13 October 2014

ছোট পর্দায় আবারও দেখা যাবে মিতা নূরকে!


শিল্পীর কখনো মৃত্যু হয়না, একজন শিল্পী তাঁর কাজ দিয়ে বেঁচে থাকেন যুগ যুগ ধরে মৃত্যু তাঁকে আলাদা করতে পারেনা ভক্তকুলের কাছে থেকে ২০১৩ সালের ২ জুলাই আত্মহত্যা করেন ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী মিতা নূর
কিন্তু মিতা নূর মারা গেলেও রয়ে গেছে তাঁর কাজতাঁর অভিনীত আমাদের নিশ্চিন্তপুরশিরোনামে একটি ধারাবাহিকের নাটকের মাধ্যমে আবারো পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে
আগামী ১৪ অক্টোবর থেকে এটিএনবাংলায় প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিকটি আরসিএইচসিআইবি (কমিউনিটি ক্লিনিক প্রকল্প), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর প্রযোজনা ও পরিবেশনায় নির্মিত নাটকটি প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে
আর এই ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, মনির খান শিমুল, সোহানা সাবা, মাজনুন মিজান, এস.এম.মহসিন, সালাম আব্বাসী, মিতা নুর, ফারুক আহমেদ, সাবেরী আলম, রাহুল আনন্দ, নোভা, সুমন আনোয়ার প্রমুখ


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: