Monday, 13 October 2014

নব দম্পতি হৃদয়-সুজানার ঈদ, দেখুন মিষ্টি কিছু ছবিতে!


তারকাদের নিয়ে ভক্তকুলের আগ্রহের শেষ নেইআর বিশেষ বিশেষ দিনগুলোতে তো আগ্রহ আরও অনেক বেশীআর তা যদি হয় ঈদ উদযাপনকেন্দ্রিক তবে তো কথাই নেইকেমন হয় যদি একটি ফ্রেমের মাধ্যমে বিনোদন জগতের সবচেয়ে আলোচিত তারকাজুটি সুজান-হৃদয়ের ঈদ উদযাপন তুলে ধরা হয় আপনার সামনে? কি? নিশ্চয়ই আর দেরি সহ্য হচ্ছে না!
এবারের ঈদটি সম্ভবত গ্রামের বাড়িতেই কাটিয়েছেন এই সদ্যবিবাহিত জুটিখুব স্বাভাবিক ভাবে আত্মীয়স্বজনের সাথে আনন্দ করে উদযাপন করেছেন এবারের ঈদআর বহু কাঙ্ক্ষিত এই জুটির বিয়ের পর এটা প্রথম কোরবানির ঈদতবে রূপসী স্ত্রী সুজানকে নিয়ে কেবল আনন্দ করেই কাটিয়ে দেননি হৃদয় খানগ্রামের দরিদ্র মানুষের মাঝে সেই সুখ ভাগাভাগি করে নিয়েছেন তারা



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: