শিরোনামটি পড়ে অবাক হচ্ছেন তো! হবারই কথা। এই তো কিছু দিন হল সুজানের সাথে বিবাহ বিচ্ছেদের পর ক্যাটরিনার সাথে ঋত্বিকের প্রেমের গুঞ্জন বাতাসে ভেসে বেড়াল। তারপর সম্প্রতি নার্গিসের সাথে অভিসার যাপ!। কিন্তু হঠাৎ করেই ঋত্বিক আবার চলে এলেন খবরে, তাও আবার অ্যামেরিকান অভিনেত্রী প্যারিস হিলটনের সাথে!
সম্প্রতি এই তারকাদের দুবাইয়ের রাস্তায় গভীর রাতে ঘুরে বেড়াতে দেখা যায়। শুধু তাই নয় বলিউডের সুদর্শন এই তারকার সাথে ঘুরে বেড়ানোর ছবি মাইক্রব্লগিং সাইট টুইটারে প্রকাশ করেন হিলটন।
জানা যায় নামকরা
শেফ Greg Malouf এর দুবাইয়ের রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে দেশ বিদেশের জনপ্রিয় সব তারকাকে আমন্ত্রণ জানান হয়। আর এই আমন্ত্রনে সাড়া দিতেই ঋত্বিক উড়াল দেন দুবাইয়ের উদ্দেশ্যে। আর এই রেস্টুরেন্টে অন্যান্য তারকাদের সাথে ঋত্বিকের পরিচয় ঘটলেও হিলতনের সাথে বেশ ভালো
সময়ই কাটিয়েছেন এই তারকা।

0 comments: