বাবা বলিউডের সেরা এবং ধনী তারকাদের একজন তিনি। আর সেই বাবার সম্মান এবার ধুলোয় মিশিয়ে দিল বড় ছেলে। কথা হচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের। অমিতাভ বচ্চনের তনয়া শ্বেতা বচ্চনের বড় মেয়ে নাভিয়ার সাথে আরিয়ানের সখ্যতার কথা কারো অজানা নয়। সম্প্রতি জানা যায় একই স্কুলে পড়াশোনা বলিউডের দুই তারকার উত্তরসূরির। তবে ঘটনার সুত্রপাত এখান থেকেই।
তবে শুনুন, বেশ কিছুদিন আগে শাহরুখের বড় ছেলে আরিয়ানের গালে বেশ কয়েকটি মেয়ের চুম্বনের খবরটি ঝড় তুলতে না তুলতেই এবার খবরে চলে এলেন এই দুই যুবক-যুবতী।
সম্প্রতি আরিয়ান এবং নাভিয়ার অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ে। ইউটিউবে প্রকাশ হওয়া দুই মিনিটের এ ভিডিওটি নিয়ে বলিউড পাড়ায় চলে নানা আলোচনা আর সমালোচনা।
প্রসঙ্গত, নাভিয়ার বেপরোয়া জীবনযাপন এবং শাহরুখ খানের ছেলের সাথে ঘনিষ্ঠতা নিয়ে বরাবরই বচ্চন পরিবারের অসম্মতি ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাভিয়ার উগ্র ছবি প্রকাশ নিয়েও অমিতাভ মেয়ে শ্বেতাকে বেশ কয়েকবার কড়া কথাও শুনিয়েছেন। তবে কোনো কিছুতেই যেন নাভিয়াকে মানান যাচ্ছিল না। এখনো নাভিয়ার ফেসবুকে ঢুঁ মারলেই পরিস্কার হয়ে যাবে এখনো নাভিয়া আগের মতই আছেন। এদিকে আরিয়ানের সাথে বরাবরই শাহরুখ খানের দূরত্ব এবং বোঝাপড়ার অভাব কিন্তু স্পষ্ট।
ঈদটা তেমন ভালো কাটেনি বলিউড বাদশা শাহরুখের। কারণ ছেলে আরিয়ান খান ও অমিতাভ বচ্চনের নাতনি নাভিয়া নাভেলির একটি নগ্ন ভিডিও সব এলোমেলো করে দিয়েছে সবকিছু। তবে ব্যাপারটিকে অনেকটা না দেখার মতোই করছেন শাহরুখ খান।
বড়ছেলের এমন কাণ্ডের পর ঈদের আনন্দ খুঁজে ফিরেছেন ছোট ছেলে আবরামকে নিয়ে। ঈদের উপহার হিসেবে এবার ফ্যানদের উপহার দিলেন খান পরিবারের ছোট্ট অতিথির ঝলক। নিজের টুইটার প্রোফাইলে ছোট্ট আবরামের সঙ্গে নিজের ছবি পোস্ট করলেন শাহরুখ। সেই সঙ্গে ছেলে আবরাম এবং তার পক্ষ থেকে সবাইকে জানালেন ঈদ শুভেচ্ছা।
জানা যায় এই ভিডিওকে নকল বলে দাবী করেছেন অনেক সাংবাদিক। এবং ইউটিউব হতে সরিয়ে নেয়া হয়েছে আসল ভিডিওটি। তবে শাহরুখ ও বচ্চন, দুই পরিবারই বিষয়টি নিয়ে একদম চুপ আছেন।
ভিডিও টি দেখুন---->

0 comments: