Sunday, 26 October 2014

কেমন হয়েছে শাহরুখ-দীপিকার হ্যাপি নিউ ইয়ার? (ভিডিও)


এই বছরে ফারহা খানের নতুন ছবি হ্যাপি নিউ ইয়ারব্যবসার দিক থেকে বেশ ভাল রকমের সাড়া ফেললেও ছবিটির বিষয়-বস্তু খুব একটা আহামরি প্রভাব ফেলতে পারল না ছবিটির শুটিং হয়েছে দুবাইয়ের কিছু জায়গায়, তাই দৃশ্যপট কিছুটা হলেও মন কেড়েছেনানা ধরণের অ্যাকশন, গান, নাচ হালকা এন্টারটেনমেন্টের জন্য যথেষ্টতারপর আবার বলিউডের হিট জুটি শহরুখ-দীপিকা অভিনয় করেছেন এই ছবিতে৷ সব মিলিয়ে ছবিটিতে একরকমের জমজমাট
তবে আগাগোড়া ছবিটিতে তেমন মজার কিছু বিষয় পাওয়া গেল নাসুতরাং প্রাণ খোলা হাসির কথা ভেবে হলে গেলে হতাশ হতে হবে দর্শকদেরবিভিন্ন ধরণের গান, নাচ দিয়ে বিনোদনের ভান্ডার পূরণ করা হলেও এতে কিছু অযৌক্তিক নাটক রয়েছে, যেগুলোর কোনও মানে নেই
তবে ছবিটিতে বলিউডের তারকারা যে বেশ যত্ন নিয়ে কাজ করেছেন, তা বলতেই হবেকিং খান তাঁর শরীরকে নতুন করে গড়ে তুলে রীতিমত চোখ ধাঁধিয়েছে তার ফ্যানেদেরদীপিকা স্বভাবতই তাঁর অভিনয়ে খোলামেলা ও অকপটমজার অভিনয়ে দর্শককে একাই জমিয়ে দিয়েছেন বোমান ইরানী


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: