ঢালিউড চলচ্চিত্রে একসময়ের সাড়া জাগানো চিত্রনায়ক রিয়াজ। আজ ২৬ অক্টোবর জনপ্রিয় এই নায়কের জন্মদিন।
সব ধরনের চরিত্রের সাথে খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারতেন তিনি। আর তাইতো চিত্রনায়ক সালমান শাহ ও ওমর সানীর পর বাংলা সিনেমার সেরা নায়কের দৌড়ে অন্য সবার চাইতে এগিয়ে ছিলেন তিনি। তবে রোমান্টিক ছবির নায়ক হিসেবেই বেশি পরিচিতি পান। চলচ্চিত্রের পাশাপাশি বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি। কিন্তু ক্যারিয়ারের মাঝ পথে অভিনয় থেকে দূরে সরে যান রিয়াজ।
এরপর বিরতি ভেঙ্গে নাটকে অভিনয়ের মাধ্যমে মিডিয়াতে প্রত্যাবর্তন করেন তিনি। চলচ্চিত্রের দর্শকদের কাছে রিয়াজ এখনো তুমুলভাবে জনপ্রিয়। আর তাইতো ওয়াজেদ আলী সুমন তার নতুন সিনেমা ‘সুইট হার্টে’ রিয়াজকে কাস্ট করেছেন। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। আজ জন্মদিনের এই দিনে পরিবারের সাথেই কাটাবেন বলে জানিয়েছেন রিয়াজ। রিয়াজের জন্মদিনে রইলো অনেক শুভেচ্ছা।

0 comments: