Sunday, 26 October 2014

নতুন আইটেম গানে দারুণ আকর্ষণীয় দীপিকা (ভিডিও)


বলিউড সিনেমায় আজকাল আইটেম গানে আলাদা কাউকে নেয়া হয় না, বরং নায়িকারাই দখল করে নিচ্ছেন আইটেম গার্লদের স্থানআর সে তালিকায় এবার নাম লেখালেন দীপিকা পাডুকোনওসম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন সিনেমায় এমন উত্তেজক ভাবে নেচেছেন তিনি যে বলিউডে রীতিমত শোরগোল পড়ে গিয়েছেদীপিকার নাচ দর্শক আগেও দেখেছে, কিন্তু এমন বেপরোয়া উত্তেজক নাচ এবারই প্রথম!
হ্যাঁ, কথা হচ্ছে শাহরুখ-দীপিকা অভিনীত হ্যাপি নিউ ইয়ার সিনেমা নিয়েএই সিনেমায় "লাভলি" শিরোনামের গানটিতে নিজের নাচ দিয়ে দর্শক মাতিয়েছেন দীপিকাগান শুরুই হয় দীপিকার বেলি ড্যান্স দিয়েতারপর একে এক আসে স্ট্রিপ ড্যান্স থেকে শুরু করে আরও বহু কিছুকেবল উত্তেজক পোশাক নয়, দীপিকার নাচ ও মুখভঙ্গিও ছিল দারুণ উত্তেজকএবং অনেকের ভাষায় রীতিমত অশ্লীলআবার অনেকেই বলছেন এমন লম্বা দীপিকাকে এসবে একদম মানায় না, যেমনটা মানায় সানি লিওন বা ক্যাটরিনা কাইফকেআসলেই কি তাই? দেখে নিন নিজের চোখেই

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: