কাল সকাল ১১টা ৪৫ মিনিটে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে কিক স্টার্ট শুরু করেন ফারুকী টিম। ‘পিঁপড়াবিদ্যা’ ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। পাশে ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, শিনা চৌহান, নূর ইমরানসহ অন্যান্য কলাকুশলীরা বিভিন্ন হলে ঢুঁ মেরে দর্শকদের সাথে অভিমত বিনিময় করেন।
ফারুকী বলেন, কয়েকদিন ধরে ছবিটির মুক্তি নিয়ে বেশ এলোমেলো অবস্থায় আছি। নতুন করে শুরু করতে হলে পেছনে একটি কিক প্রয়োজন। তাই আমি এই যাত্রার নাম দিয়েছি ‘কিক স্টার্ট। শুক্রবার সকাল থেকে ঢাকাসহ সারা দেশের ২২টি সিনেমা হলে মুক্তি পায় ‘পিঁপড়াবিদ্যা’।

0 comments: