Sunday, 26 October 2014

মুক্তি পেয়েছে "পিঁপড়াবিদ্যা"


কাল সকাল ১১টা ৪৫ মিনিটে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে কিক স্টার্ট শুরু করেন ফারুকী টিমপিঁপড়াবিদ্যাছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশাপাশে ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, শিনা চৌহান, নূর ইমরানসহ অন্যান্য কলাকুশলীরা বিভিন্ন হলে ঢুঁ মেরে দর্শকদের সাথে অভিমত বিনিময় করেন
ফারুকী বলেন, কয়েকদিন ধরে ছবিটির মুক্তি নিয়ে বেশ এলোমেলো অবস্থায় আছিনতুন করে শুরু করতে হলে পেছনে একটি কিক প্রয়োজনতাই আমি এই যাত্রার নাম দিয়েছি কিক স্টার্টশুক্রবার সকাল থেকে ঢাকাসহ সারা দেশের ২২টি সিনেমা হলে মুক্তি পায় পিঁপড়াবিদ্যা




SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: