Saturday, 25 October 2014

সানি লিওনকে পছন্দ করেন না ইমরান হাশমি! কিন্তু কেন?


একজন বলিউডের "সিরিয়াল কিসার" হলে অপর জন হচ্ছেন "বেবি ডল"দর্শকের মনে তাই তীব্র আগ্রহ থাকতেই পারে দুজনকে একই সাথে বড় পর্দায় দেখারআর সেটা যদি রোমান্স কিংবা আইটেম গানের নাচ হয়, তাহলে তো কথাই নেইতবে না, দর্শকের এই আশা বুঝি কখনো পূরণ হবে নাকেননা সানিকে মোটেও পছন্দ করেন না ইমরান কিন্তু কেন এত অপছন্দ তাঁর সানিকে?
কারণটা জানা না গেলেও সম্প্রতি একটি ঘটনায় ইমরানের এই অপছন্দের ঘটনা একেবারে জনসম্মুখে চলে আসেইমরানের আগামী সিনেমার আইটেম গান, তথা টাইটেল ট্রাকটির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন সানিএমনকি সানির সাথে কথা বার্তাও সেরে ফেলেন তারা আর সানিও সম্মতি জানানকিন্তু বেঁকে বসেন স্বয়ং ইমরানকিছুতেই সানির সাথে বড় পর্দা শেয়ার করতে রাজি হলেন না তিনিফলে বাধ্য হয়েই সানিকে বাদ দিয়ে বিদেশী মডেলদের নিলেন পরিচালক
কিন্তু কেন সানির প্রতি এই বিদ্বেষ ইমরানের? তবে কি সানিকে ভয় পান ইমরান? সানি পর্দায় থাকলে লোকে তাঁকে বাদ দিয়ে সানিকে দেখবে এটাই কি ভয় তাঁর?


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: