Saturday, 10 May 2014

মেয়েকে নিয়ে হজে যেতে চান শাহরুখ

বলিউডের কিং খান সুপারস্টার হওয়ার
পাশাপাশি একজন অসাধারণ বাবা এ কথা সবারই
জানা। কিং খান আরো একবার নিজের সন্তানদের
প্রতি ভালোবাসার পরিচয় দিলেন। দুই
ছেলে আরয়ান ও আব্রাম
এবং মেয়ে সুহানাকে নিয়ে বেশ খোশ মেজাজেই
আছেন শাহরুখ। তিনি জানালেন মুসলিম
রীতি মেনে তিনি হজ করতে যেতে চান।
তবে মেয়ে সুহানা হজে যাওয়ার
উপযোগী হলে তবেই তিনি সেই
উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। তিনি আরো জানান
সুহানা নিজে যেদিন হজে যাওয়ার
প্রস্তুতি নেবে সে দিনই তিনি যাবেন। মেয়ের
ক্যারিয়ার নিয়েও ভেবে ফেলেছেন শাহরুখ।
তিনি চান মেয়ে বলিউডের একজন সফল
অভিনেত্রী হোক।


SHARE THIS

Facebook Comment

0 comments: