'কিল দিল' ছবির শুটিং নিয়ে বেশ কয়েকমাস
ব্যস্ত ছিলেন রণবীর ও পরিনীতি। এবার
টুইটারেই ঘোষণা করলেন শুটিং শেষের কথা।
পরিনীতি এমনও জানিয়েছেন তিনি নাকি 'কিল
দিল'-এর টিমকে খুব মিস করবেন। কিছুদিন আগেই
এই জুটিকে ব্যস্ত শুটিংয়ের
মাঝে দেখা গিয়েছিল মুম্বাইয়ের
লাভাসাতে।
'কিল দিল' একটি আপকামিং রোমান্টিক অ্যাকশন
ফিল্ম। ছবিটি পরিচালনা করছেন শাদ
আলী এবং প্রযোজনা করছেন আদিত্য চোপড়া।
ছবিতে দেখা যাবে রানি মুখার্জী, গোবিন্দা,
আলি জাফরকেও। এই ছবিতে নেগেটিভ
চরিত্রে অভিনয় করছেন গোবিন্দ। নভেম্বরের
১৪ তারিখ মুক্তি পেতে চলেছে 'কিল দিল'।
0 comments: