সম্প্রতি ট্রেইলার বের হয়েছে কিস্তিমাত নামের
একটি ছবির। আর এ্ই ছবিতেই
একটি নগ্নদৃশ্যে দেখা যাবে নায়িকা আঁচলকে।
কিস্তিমাত ছবির শুটিং ইউনিটসূত্রে জানা যায়
প্রিয়ঙ্কা শুটিং হাউসের একটি কক্ষে পরিচালক
আচলের নগ্নদৃশ্যটি ধারণ করেন।
উল্লেখ্য আশিকুর রহমান পরিচালিত
কিস্তিমাত ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও
আচল।ছবিটি প্রযোজনা করেছে অভিকথাচিত্র।
0 comments: