বলিউডের ব্ল্যাক বিউটি বিপাশা বসু
লন্ডনে গিয়ে তাঁর ফ্যানদের প্রতি একটু
বেশি দয়ালু হয়ে পড়েছেন। সম্প্রতি এই
অভিনেত্রী হরমন বাওয়েজার প্রতি তাঁর প্রেমের
কথা স্বীকার করলেন ফ্যানদের সামনে আর নিজের
প্রিয়টি একটি নেকলেসও উপহার দিলেন এক
ভক্তকে।
বিপাশা লন্ডনে আছেন জেনে তাঁর লন্ডনের
ভক্তরা টুইটারের মাধ্যমে নিজেদের উৎসাহ
প্রদর্শন করে। ব্যাস, অমনি নায়িকা গলে গেলেন।
দেখা করলেন বেশ কিছু ভক্তের সঙ্গে। বিপাশার
টিম বেশ কিছু ভক্তের সঙ্গে যোগাযোগ করে তাঁদের
বিপাশার হোটেলে আসতে বলে। প্রিয় নায়িকার
সঙ্গ পেয়ে ভক্তরাও খুশি। জমাটি আড্ডার
সঙ্গে ছবি, অটোগ্রাফ সবই শেয়ার করলেন
বিপাশা। একেই বলে উদারতা।
0 comments: