Saturday, 25 October 2014

মিলা কি আর ফিরবেন কখনো ?


গানের জগত থেকে যেন হারিয়েই গেছেন আলোচিত সঙ্গীতশিল্পী মিলাকয়েক বছর ধরে তার কোন সাড়াশব্দ নেই২০০৯ সালে তার একক অ্যালবাম রিডিফাইন্ডপ্রকাশিত হয়েছিলতারপর আর কোন খবর নেই মিলারতবে মাঝে মাঝে সাড়া দিয়ে বলছেন শিগগিরই আসছিএমন অনেক ফাঁকা আওয়াজ দিয়েছিলেন তিনি
আজম খানের সেই জনপ্রিয় গানটির কথা মনে পড়ছে- আসি আসি বলে তুমি আর এলেনা গানটির কথার মতো মিলাও আসেননিগত দুই বছরে একাধিকবার নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছিলেন তিনিএছাড়া আনসেন্সরডনামে একটি মিউজিক ডকুমেন্টারি প্রকাশেরও কথা বলেছিলেন মিলাকিন্তু সেটিও আর প্রকাশিত হয়নি না থাকার মাঝে ঈশ্বর জানেনামে একটি মিউজিক ভিডিও প্রকাশ করে কিছুটা আওয়াজ তুলেছিলেন মিলা
সেটিও প্রায় দুই বছর আগের কথাপ্রশ্ন উঠেছে মিলা কি হারিয়ে যাচ্ছেন? সম্প্রতি তার জোরেশোরে এক ঘোষণায় বোঝা যাচ্ছে তিনি হারিয়ে যাচ্ছেন নানতুন করে ঘোষণা দিয়েছেন নতুন বছরের শুরুতেই নতুন অ্যালবাম আনসেন্সরডনিয়ে হাজির হবেনদেখা যাক, তার এ ঘোষণা কতটা কার্যকর হয়
মঞ্চ মাতানো এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফিরে আসুক গান নিয়ে'ও গানওয়ালা তুমি আর একটি গান গাও'- এই কথাগুলোর মতো মিলার সকল ভক্তদের চাওয়া আধুনিক রক গানের এই রানী ফিরে এসে হাল ধরুক তার রাজত্বের



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: