Sunday, 19 October 2014

আমির খানের পর এবার মৃত্যুঝুঁকিতে শাহরুখ খান!


বলিউড বাদশাহ শাহরুখ খান তার নিরাপত্তার কথা ভেবে বোমা-প্রুফ গাড়ি কিনেছেনদুই মাস আগে মুম্বাইয়ের জুহুতে শাহরুখের ব্যবসায়িক অংশীদার আলী মোরানির বাড়িতে দুর্বৃত্তরা গুলি চালিয়েছিলএতে তার ঘরের জানালার শার্সির কাচ আর বিএমডবিউ গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়পুলিশের ধারণা, এ হামলার পেছনে গ্যাংস্টার রবি পূজারির হাত রয়েছেপূজারির ফোনে সাড়া না দেয়ায় মোরানির বাড়িতে গুলি চালানো হয়েছিল বলেও অনুমান করা হয়
শাহরুখকেও ফোনে হুমকি দিতে পিছপা হয়নি রবি পূজারিএ কারণে নিজের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বোমা-প্রুফ গাড়ি কিনেছেন ৪৮ বছর বয়সী এ তারকা অভিনেতাভিভিআইপিদের জন্য বিশেষভাবে তৈরিকৃত মার্সিডিজ মডেলের এ গাড়িটি কিনতে তাকে কয়েক কোটি রুপি গুনতে হয়েছেবলিউড তারকাদের মধ্যে এর আগে ১০ কোটি রুপি দিয়ে বোমা-প্রুফ গাড়ি কিনে খবরের শিরোনাম হয়েছিলেন 'মিস্টার পারফেকশনিস্ট' তারকা আমির খান
মিড-ডে ডটকম জানিয়েছে, অনেকেরই বোমা-প্রুফ গাড়ি আছেকিন্তু বিশেষ এই মার্সিডিজ মডেলের গাড়িটি ক্রেতার চাহিদা অনুযায়ী বানানো হয়সাধারণত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই এ ধরনের গাড়ি ব্যবহার করেনকয়েক মাস আগে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, ধনাঢ্য শিল্পপতি মুকেশ আম্বানির পর ভারতের তৃতীয় ব্যক্তি হিসেবে মার্সিডিজ বেঞ্জ এস৬০০ মডেলের গাড়ি কেনেন আমির খান নিরাপত্তা ঝুঁকির কারণে আমির তার গাড়িটি এমনভাবে তৈরি করান যে এতে বোমার আক্রমণ হলেও ভেতরে সুরক্ষিত থাকতে পারবেন তিনিঠিক একইভাবে ভারতের চতুর্থ ব্যক্তি হিসেবে মার্সিডিজ মডেলের গাড়ি কিনলেন কিং খান
বর্তমানে শাহরুখ খান নিজের নতুন ছবি 'হ্যাপি নিউ ইয়ার' নিয়ে ব্যস্ত সময় পার করছেনএটি মুক্তি পাবে আগামী ২৪ অক্টোবরতার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের এ ছবিতে আরো অভিনয় করেছেন_ দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, বোমান ইরানি, সনু সুদ, বিবান শাহ প্রমুখ


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: