Sunday, 19 October 2014

এখনই বিয়ে করছেন না হোমায়রা হিমু


বিয়ে নিয়ে এখনই কোন পরিকল্পনা নেই টিভি অভিনেত্রী হোমায়রা হিমুরসম্প্রতি অভিনয়ে ব্যস্ততা ও ব্যক্তিগত অন্যান্য বিষয়ে বলতে গিয়ে তিনি এসব কথা বলেন দীর্ঘদিন ধরে টিভি নাটকে অভিনয় করছেন তিনিবিয়ের বয়স হলেও এখন পর্যন্ত বিয়ে নিয়ে কোন পরিকল্পনা করেননিএ বিষয়ে হিমু বলেন, বিয়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়প্রত্যেক মানুষের সঙ্গীর দরকারকিন্তু আমি এখনও বিষয়টি নিয়ে তেমন কিছুই ভাবছি নাআমার সঙ্গের অনেকেই বিয়ে করে সংসারী হয়েছেনকিন্তু বিয়ের বিষয়ে আমার এখন কোন পরিকল্পনা নেই বললেই চলে
বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার চলতি একাধিক ধারাবাহিক নাটক ছাড়াও নতুন আরও একটি একটি নাটকের শুটিং করছেন হিমুফজলুর রহমানের পরিচালনায় এ নাটকের নাম জীবনের অলিগলিএরই মধ্যে বেশ কয়েক পর্বের শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন হিমুএ নাটক ছাড়াও প্রচার চলতি আরও কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনিএগুলো হলো, ‘হাটখোলা’, ‘ডিবি’, ‘সংঘাতপ্রতিটি নাটকেই তার চরিত্রে ভিন্নতা রয়েছে বলে জানান হিমুবৈশাখী টিভিতে প্রচার চলতি সংঘাতনাটকে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করে আলোচিত হনএ প্রসঙ্গে হিমু জানান, আমার কাছে এ ধরনের চরিত্র বেশি ভাল লাগেনেগেটিভ চরিত্রে আমাকে দর্শকরা যখন দেখেন, তখন ফেসবুক, ফোনে অনেকের কাছে প্রশংসা শুনেছিঅনেক ভক্ত তাদের ভাল লাগার অনুভূতি প্রকাশ করেছেনএমন চরিত্র যদি আরও পাই তাহলে আবারও দর্শকের সামনে হাজির হবো
খণ্ড নাটকের চেয়ে ধারাবাহিকেই বেশি ব্যস্ত সময় কাটান হিমুতবে মাঝে মাঝে সময় পেলেই খণ্ড নাটকেও দেখা যা তাকেএরই মধ্যে কয়েকটি খণ্ড নাটকে অভিনয়ের ব্যাপারে কথা চলছে বলে জানিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রীঅভিনয়ের পাশাপাশি এটিএন বাংলায় কমেডি আওয়ারনামে একটি অনুষ্ঠানও সঞ্চালনা করছেন হিমুউপস্থাপনার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, আমার কাছে উপস্থাপনা খুবই ভাল লাগেদর্শকের সামনে ভিন্নরূপে উপস্থিত হতে পারিআর তাছাড়া কমেডি শো হওয়ায় অনুষ্ঠানটি উপস্থাপনা করতে আমি আরও আগ্রহী হয়ে উঠেছি


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: