আবারও খবরের শিরোনামে পরিণত হলেন জনপ্রিয় এবং বিতর্কিত সঙ্গীতশিল্পী আরফিন রুমি। তবে এবার প্রথম স্ত্রীর সাথে কোন জটিলতার জন্য নয় বরং তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসার গুঞ্জন সৃষ্টির কারণে!
সময়ের কণ্ঠস্বরে প্রকাশিত খবর অনুযায়ী, প্রথম স্ত্রীর মামলায় নিয়মিত আদালতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও সম্পর্ক ভালো না। এরই মধ্যে তৃতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন সঙ্গীতাঙ্গনের ‘লেডি কিলার’ খ্যাত আরফিন রুমি। আরফিন রুমির এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, দুই স্ত্রী থাকার পরও বর্তমানে টিভি চ্যানেলের এক উপস্থাপিকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন রুমি। গত কয়েক সপ্তাহ যাবৎ ওই উঠতি উপস্থাপিকার সঙ্গে কাজের ফাঁকে ঘুরেও বেড়াচ্ছেন তিনি।
সংবাদমাধ্যমে আরও জানানো হয় যে, সম্প্রতি একটি অনুষ্ঠান শেষে মাঝরাতে ঐ উপস্থাপিকাকে বাসায় পৌঁছে দেয় রুমি। শুধু তাই নয় রুমির ঘনিষ্ঠজনেরা এ ব্যাপারে রুমিকে প্রশ্ন করলে নাকি তিনি উত্তর দেন, ইসলামে চার বিয়ে জায়েজ।
এখন দেখার অপেক্ষা, সত্যি সত্যিই রুমি আবার বিয়ের পিঁড়িতে বসেন নাকি এটিও একটি গুজব। তবে তা কেবল সময়ই বলে দেবে। তবে ফেসবুকে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

0 comments: