Monday, 27 October 2014

দৃষ্টি আকর্ষণ করতে প্রভার নয়া কৌশল?



ছোট পর্দার বিতর্কিত মডেল ও অভিনেত্রী প্রভাসব সময়েই কিছু না কিছু করে আলোচনায় আছেন তিনিতবে আজকাল একের পর এক বিতর্কিত কাজকর্মে দর্শকও বুঝি হাঁপিয়ে উঠেছেআর তাই তো, সংবাদ মাধ্যমের নজর আজকাল তাঁর দিকে পড়ে না খুব একটাএক প্রকার নিজের মতই নাটকে অভিনয় করে চলেছেন প্রভাতবে সেগুলো যে খুব একটা উল্লেখযোগ্য কিছু, তেমনটাও আবার বলা যাবে নাতবে কি দৃষ্টি আকর্ষণের জন্যই এটা প্রভার নতুন চেষ্টা?
তবে এবার চলচ্চিত্রের নায়িকা হবার আগ্রহ প্রকাশ করেছেন তিনিবেশ কিছু সংবাদ মাধ্যমে ফলাও করে খবরটি প্রকাশিতও হয়েছেপ্রভা বলেছেন, মেরিল সাবানের বিজ্ঞাপনটি করার পর থেকেই নাকি তার কাছে বেশ কিছু ছবির নায়িকা হওয়ার জন্য প্রস্তাব আসেএখনো নিয়মিতভাবেই অফার পাচ্ছেন তিনি বড় পর্দায় কাজের জন্য
কিন্তু মুশকিল বেঁধেছে অন্যখানেএত সব অফারের ভিড়েও প্রভার গল্প ও চরিত্র পছন্দ না হওয়াতে সব অফারই ফিরিয়ে দিচ্ছেন তিনিতবে কোন কোন পরিচালক প্রভাকে নায়িকা বানানোর জন্য আমন্ত্রণ জানিয়েছেন তা তিনি বলেন নিকিংবা কেমন গল্প ও চরিত্র হলে তিনি ছবিতে কাজ করার সেইসব অফার লুফে নেবেন, সম্পর্কেও কিছু স্পষ্ট করেননিআসলে কি সত্যিই সিনেমায় নায়িকা হবার প্রস্তাব পেয়েছেন তিনি? এখন এই প্রশ্নই সকলের মুখে মুখে!
অন্য অনেক টিভি অভিনেত্রীর মতোই প্রভা বলেন, বড় পর্দায় কাজ করাটা প্রত্যেক শিল্পীরই স্বপ্ন থাকেতিনিও সেই স্বপ্নটি মনে পুষে রেখেছেনগল্প ও চরিত্র মনের মতো না হওয়াতে এখনো অপেক্ষায় রয়েছেনসুযোগ পেলেই নিজেকে বড় পর্দায় মেলে ধরবেন তিনি
প্রভার এমন বক্তব্যকে ঘিরে মিডিয়া অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছেমিডিয়ার সবার নজর কাড়তেই তিনি এমন বক্তব্য করেছেন, এটাই ধারণা অনেকেরকারণে-অকারণে নানা বিতর্কের শিরোমনি প্রভা চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েও আবারো বিতর্কের জন্ম দিলেন, এমনটাই বলছেন অনেকেতাঁদের মতে বিষয়টা আর কিছুই নয়, সিনেমার পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করতে প্রভার নয়া কৌশল


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: