Monday, 27 October 2014

প্রথম সন্তানের জন্ম দিতে ব্যাংককে যাচ্ছেন অনন্ত-বর্ষা


বাংলা সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত-বর্ষা ব্যাংককে যাচ্ছেন প্রথম সন্তানের জন্ম দিতেই ব্যাংককে যাচ্ছেন তারাসন্তানের সু-চিকিৎসার কথা ভেবে কোন রকম ঝুঁকি নিতে চাননা অনন্তআর তাইতো আসছে নভেম্বরের প্রথম সপ্তাহে এ দম্পতি ব্যাংকক যাবেন বলে জানা গেছে
এ সম্পর্কে আরও জানা যায়, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তাদের আত্মীয়স্বজন কর্মরত আছেনতাদের অনুরোধ এবং বর্ষাও চাইছেন প্রথম সন্তানটি যেন বামরুনগ্রাদ হাসপাতালে জন্মগ্রহণ করেতাই তারা ব্যাংককেই প্রথম সন্তানের জন্ম দেবেন
খোঁজ দ্য সার্চসিনেমার মাধ্যমে একসঙ্গে চলচ্চিত্রের খাতায় নাম লেখান অনন্ত-বর্ষাএরপর পর্দার এই তারকা জুটি ভালোবেসে বিয়ে করেনঅনাগত পুত্র সন্তানের নাম রেখেছেন আরিজ
গেল রোজার ঈদে অনন্ত-বর্ষা অভিনীত মোস্ট ওয়েলকাম টুসিনেমাটি মুক্তি পায়এদিকে প্রথম সন্তানের জন্মের পর অনন্তর নতুন ছবি দ্য স্পাই- অগ্রযাত্রার মহানায়কসিনেমাটির শুটিং শুরু হবে


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: