বাংলা সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত-বর্ষা ব্যাংককে যাচ্ছেন । প্রথম সন্তানের জন্ম দিতেই ব্যাংককে যাচ্ছেন তারা। সন্তানের সু-চিকিৎসার কথা ভেবে কোন রকম ঝুঁকি নিতে চাননা অনন্ত। আর তাইতো আসছে নভেম্বরের প্রথম সপ্তাহে এ দম্পতি ব্যাংকক যাবেন বলে জানা গেছে।
এ সম্পর্কে আরও জানা যায়, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তাদের আত্মীয়স্বজন কর্মরত আছেন। তাদের অনুরোধ এবং বর্ষাও চাইছেন প্রথম সন্তানটি যেন বামরুনগ্রাদ হাসপাতালে জন্মগ্রহণ করে। তাই তারা ব্যাংককেই প্রথম সন্তানের জন্ম দেবেন।
‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে একসঙ্গে চলচ্চিত্রের খাতায় নাম লেখান অনন্ত-বর্ষা। এরপর পর্দার এই তারকা জুটি ভালোবেসে বিয়ে করেন। অনাগত পুত্র সন্তানের নাম রেখেছেন আরিজ।
গেল রোজার ঈদে অনন্ত-বর্ষা অভিনীত ‘মোস্ট ওয়েলকাম টু’ সিনেমাটি মুক্তি পায়। এদিকে প্রথম সন্তানের জন্মের পর অনন্তর নতুন ছবি ‘দ্য স্পাই- অগ্রযাত্রার মহানায়ক’ সিনেমাটির শুটিং শুরু হবে।

0 comments: