লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে বিনোদন জগতে পা রাখেন আফসান আরা বিন্দু। সাবলীল অভিনয় দক্ষতা দিয়ে ছোটপর্দার দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী। তবে ছোটপর্দার পাশাপাশি রুপালি পর্দাতেও দেখা মেলে বিন্দুর। তবে হাজারও ভক্তের হৃদয়ে সুচ ফুটিয়ে এই অভিনেত্রী সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
গত শুক্রবার রাজধানীর অভিজাত এক রেস্তরাঁয় অনেকটা সাদামাটাভাবেই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের উপস্থিতিতে প্রিয়দর্শিনী অভিনেত্রী বিন্দুর বিবাহ সম্পন্ন হয়। এমন রূপসী একজন অভিনেত্রীর বরটিও নিশ্চয়ই যেনতেন কেউ নন? জানতে চান কে সেই বর? বিন্দুর বরের নাম আসিফ সালাহউদ্দিন মালিক। তিনি আসিফ অ্যাপারেলস লিমিডেটের কর্ণধার। বিয়ের দিন কেমন দেখাচ্ছিল এই অভিনেত্রী আর তার বরকে, নিশ্চয়ই দেখতে ইচ্ছে করছে?

0 comments: