পুনম পাণ্ডে বলিউড জগতে এক বিতর্কিত নাম। আর এই তারকা যে বরাবরই আলোচনার মধ্যমণি হয়ে থাকতে পছন্দ করেন তা তার কর্মকাণ্ডই বলে দেয়। তবে পুরো বলিউড যখন দীপাবলি উৎসবে মেতে উঠেছেন তখন বিতর্কের এই রানী কী করছেন? নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে।
বড়দিন হোক বা দীপাবলি সবসময়ই এই তারকা তার ভক্তদের চমকে দেবার মত কিছু কাণ্ড করেই থাকেন। খোলামেলা পোশাক-বোল্ড অ্যাটিটিউডের জন্য ফলোয়ার্সদের নয়নমণি এই নায়িকা দীপাবলিতেও নিজের কারিশমা দেখালেন। দীপাবলির সন্ধ্যায় পুনমকে দেখা গেল। তবে চলুন দেখে নিই পুনম পাণ্ডের দীপাবলির লুকটি।



0 comments: