মনে হচ্ছে বলিউডে শিগগিরই পা রাখতে যাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের নাতনী নব্যা নন্দা। দিন দিন সাহসী হয়ে উঠছেন সুইট সিক্সটিনের নব্যা। কারণ সম্প্রতি তিনি তাঁর বিকিনি পরা ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখান থেকে ভাইরাল হয়ে পড়েছে ছবিটি।ছবিতে নব্যাকে হালকা নীল রঙের বিকিনিতে সমুদ্রের পাড়ে দেখা যাচ্ছে। তাঁর এই বয়সে সেক্সি লুক নজর কেড়েছে অনেক বলিউড তারকার। সেই সঙ্গে বেরেছে তাঁর ভক্ত সংখ্যাও। মাঝে মধ্যেই নিজের বন্ধুদের সঙ্গে ছবি তুলে তা পোস্ট করতেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এমন সাহসী পদক্ষেপ এই প্রথম নিলেন বিগ বি নাতনী।সম্প্রতি মালদ্বীপে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন নব্যা। সেখানে বিচে নীল বিকিনি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। অমিতাভ ও জয়া বচ্চনের নাতনী, শ্বেতা-নিখিল নন্দার কন্যা নব্যা লন্ডনের একটি স্কুলের ছাত্রী। ওই স্কুলে তাঁর সহপাঠী শাহরুখ পু্ত্র-কন্যা আরিয়ান ও সুহানা খান।

0 comments: