বলিউডের বিতর্কের রানী রাখি সাওয়ান্ত। এই আইটেম গার্ল কিছু বলা মানেই তা নিয়ে তর্কযুদ্ধ শুরু। তাঁর সঙ্গে আলোচিত অভিনেত্রী সানি লিওনের সম্পর্ক নতুন করে বলার কিছু নেই। এর আগেও বহুবার সানিকে নিয়ে বাজে মন্তব্য করে খবরের শিরোনাম হয়েছিলেন রাখি। আবারো একই পথে হাঁটলেন সমালোচিত এই তারকা।সম্প্রতি ‘মাস্তিজাদে’ ছবির একটি গান প্রকাশ পেয়েছে। আর এই গানটিকে ঘিরেই সমালোচনার সূত্রপাত করলেন রাখি। তাঁর মতে, সানি অভিনীত এই গানটি নাকি খুবই কুরুচিকর। এই ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়, এমন তারকা খ্যাতি রাখি পেতে চান কিনা। উত্তরে রখি জানান, ‘একজন পর্ণস্টারের সঙ্গে আমাকে তুলনা করবেন না। তারকা খ্যাতি পেতে আমি কোন পর্ণস্টারের সঙ্গে প্রতিযোগিতা করতে রাজি নই।’

0 comments: