রণবীর-ক্যাটরিনার বিচ্ছেদ এই মুহূর্তে বলিউডের আলোচিত বিষয়। রণবীর কাপুরের থেকে আলাদা হওয়ার পর আবারো সালমান খানের কাছে ফিরলেন প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা। গতকাল অনুষ্ঠিত হল বিগ বস সিজন নাইনের শেষ পর্ব। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে ফলাফল ঘোষণার আগে বিশেষ এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশটি ছিল ক্যাটরিনা কাইফের মঞ্চে আসা। তাঁকে স্বাগত জানান সালমান খান স্বয়ং। ক্যাটরিনার প্রেমিক রণবীর কাপুর সালমান ক্যাটরিনার সাবেক সম্পর্কের কারণে তার ছবি ‘তামাশা’র প্রচারে যাননি বিগ বসের ঘরে। তার বদলে শুধু দীপিকাকে সেখানে দেখা গিয়েছিল ‘তামাশা’র প্রচারণায়। এবার পেশাদারিত্বকে ব্যক্তিগত সম্পর্কের অনেক উপরে জায়গা দিলেন ক্যাট। আর তাই ‘ফিতুর’ ছবির প্রচারণায় বিগ বসে পা রাখেন ক্যাটরিনা। তার সঙ্গে এসেছিলেন ছবির অভিনেতা সিদ্ধার্থ রায় কাপুর, পরিচালক অভিষেক কাপুর এবং অভিনেত্রী টাবু। ‘বিগ বস’ অনুষ্ঠানের ফাইনালের মঞ্চ স্মরণীয় হয়ে থাকল সালমান ক্যাটরিনাকে পাশাপাশি এনে। এ সময় সালমানের উপস্থাপনা, বিশেষ করে ক্যাটরিনার প্রতি তার তাকানো, সংলাপ—সব মিলিয়ে কিছুটা রহস্যময় ছিল, কিন্তু এ অনুষ্ঠানের শ্রোতা-দর্শকেরা সবচেয়ে উপভোগ করেছেন বিগ বসের মঞ্চে আসা ক্যাটরিনা ও সালমানের কথোপকথন। সালমান ‘ফিতুর’ প্রসঙ্গ টেনে ক্যাটরিনার হাত ধরে ছবির সংলাপও আওড়ান। তবে ‘বিগ বস-৯’-এর গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে উপস্থিত ক্যাটরিনা কাইফ ছিলেন কিছুটা আড়ষ্ট! ক্যাটরিনার এই আড়ষ্টতা সাবেক প্রেমিক সালমানের কারণে কি না, জানা যায়নি। প্রায় বছর পাঁচেক পরে বিগ বসের মঞ্চে এলেন ক্যাটরিনা। ২০১০ সালে ‘তিস মার খান’ ছবির প্রচারে এই বিগ বসের ঘরেই সালমানের সঙ্গে দেখা গিয়েছিল তাকে। তার কিছুদিন আগেই সালমান ক্যাটরিনার ব্রেক আপ হয়েছিল। সেবার রণবীরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক নিয়ে খোঁটাও দিয়েছিলেন সঞ্চালক সালমান। এবার অবশ্য তাকে দেখা গেল অন্যভাবে। সবার সামনে স্বীকার করে নিলেন, সারা দেশের অসংখ্য মানুষের মতো তিনিও ক্যাটরিনার জন্য পাগল ছিলেন। ক্যাটরিনার কাজের প্রশংসাও শোনা গেল তার মুখে। জানালেন, অনেক পরিশ্রম করেই ক্যাটরিনা আজ এই জায়গায় পৌঁছেছেন। মঞ্চে ক্যাটরিনাকে বিদায় দেয়ার আগে সেলফি স্টিক হাতে ক্যাটরিনাকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন সালমান খান। বলিপাড়ায় এখনও পর্যন্ত সেরা দৃশ্যের তালিকায় নিঃসন্দেহে এটি প্রথমের দিকেই থাকবে এই মুহূর্তটি।
কাছে এলেন সালমান-ক্যাটরিনা
রণবীর-ক্যাটরিনার বিচ্ছেদ এই মুহূর্তে বলিউডের আলোচিত বিষয়। রণবীর কাপুরের থেকে আলাদা হওয়ার পর আবারো সালমান খানের কাছে ফিরলেন প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা। গতকাল অনুষ্ঠিত হল বিগ বস সিজন নাইনের শেষ পর্ব। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে ফলাফল ঘোষণার আগে বিশেষ এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশটি ছিল ক্যাটরিনা কাইফের মঞ্চে আসা। তাঁকে স্বাগত জানান সালমান খান স্বয়ং। ক্যাটরিনার প্রেমিক রণবীর কাপুর সালমান ক্যাটরিনার সাবেক সম্পর্কের কারণে তার ছবি ‘তামাশা’র প্রচারে যাননি বিগ বসের ঘরে। তার বদলে শুধু দীপিকাকে সেখানে দেখা গিয়েছিল ‘তামাশা’র প্রচারণায়। এবার পেশাদারিত্বকে ব্যক্তিগত সম্পর্কের অনেক উপরে জায়গা দিলেন ক্যাট। আর তাই ‘ফিতুর’ ছবির প্রচারণায় বিগ বসে পা রাখেন ক্যাটরিনা। তার সঙ্গে এসেছিলেন ছবির অভিনেতা সিদ্ধার্থ রায় কাপুর, পরিচালক অভিষেক কাপুর এবং অভিনেত্রী টাবু। ‘বিগ বস’ অনুষ্ঠানের ফাইনালের মঞ্চ স্মরণীয় হয়ে থাকল সালমান ক্যাটরিনাকে পাশাপাশি এনে। এ সময় সালমানের উপস্থাপনা, বিশেষ করে ক্যাটরিনার প্রতি তার তাকানো, সংলাপ—সব মিলিয়ে কিছুটা রহস্যময় ছিল, কিন্তু এ অনুষ্ঠানের শ্রোতা-দর্শকেরা সবচেয়ে উপভোগ করেছেন বিগ বসের মঞ্চে আসা ক্যাটরিনা ও সালমানের কথোপকথন। সালমান ‘ফিতুর’ প্রসঙ্গ টেনে ক্যাটরিনার হাত ধরে ছবির সংলাপও আওড়ান। তবে ‘বিগ বস-৯’-এর গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে উপস্থিত ক্যাটরিনা কাইফ ছিলেন কিছুটা আড়ষ্ট! ক্যাটরিনার এই আড়ষ্টতা সাবেক প্রেমিক সালমানের কারণে কি না, জানা যায়নি। প্রায় বছর পাঁচেক পরে বিগ বসের মঞ্চে এলেন ক্যাটরিনা। ২০১০ সালে ‘তিস মার খান’ ছবির প্রচারে এই বিগ বসের ঘরেই সালমানের সঙ্গে দেখা গিয়েছিল তাকে। তার কিছুদিন আগেই সালমান ক্যাটরিনার ব্রেক আপ হয়েছিল। সেবার রণবীরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক নিয়ে খোঁটাও দিয়েছিলেন সঞ্চালক সালমান। এবার অবশ্য তাকে দেখা গেল অন্যভাবে। সবার সামনে স্বীকার করে নিলেন, সারা দেশের অসংখ্য মানুষের মতো তিনিও ক্যাটরিনার জন্য পাগল ছিলেন। ক্যাটরিনার কাজের প্রশংসাও শোনা গেল তার মুখে। জানালেন, অনেক পরিশ্রম করেই ক্যাটরিনা আজ এই জায়গায় পৌঁছেছেন। মঞ্চে ক্যাটরিনাকে বিদায় দেয়ার আগে সেলফি স্টিক হাতে ক্যাটরিনাকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন সালমান খান। বলিপাড়ায় এখনও পর্যন্ত সেরা দৃশ্যের তালিকায় নিঃসন্দেহে এটি প্রথমের দিকেই থাকবে এই মুহূর্তটি।

0 comments: