বিনোদন ডেস্ক: মা হচ্ছেন বাংলা সিনে জগতের এক সময়ের শীর্ষ নায়িকা অপু বিশ্বাস! তবে সে সন্তান বৈধ নয়। অবৈধ সন্তানের মা হতে চলেছেন অপু। মোদ্দা কথা হচ্ছে, বৈধ হোক আর অবৈধ, অপু মা হচ্ছেন এটাই ফাইনাল।
ঘাবড়ানোর কোনো কারণ নেই পাঠক। অপু অবৈধ সন্তানের মা হচ্ছেন ঠিকই তবে সেটা বাস্তবে নয়, সিনে পর্দায়। আগামী বছরের শুরুতে নাম ঠিক না হওয়া একটা ছবিতে এমনই এক চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন বাংলা ছবির ‘সাবেক’ এ শীর্ষ নায়িকা। ছবির পরিচালক সূত্রে এমন খবর জানা গেছে। ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যে তিন লাখ টাকায় চুক্তিবদ্ধও হয়েছেন অপু।
দেশের চলচ্চিত্রে অপু বিশ্বাস বেশ কয়েক বছর ধরেই শীর্ষ নায়িকা হিসেবে রাজত্ব করেছেন। তবে এক সময়ের সেই জনপ্রিয়তায় একটু হলেও ভাটা পড়েছে। শাকিব খান নির্ভর হওয়াতেই এমনটা ঘটছে বলে মনে করেন অপুর সমালোচকরা। যার কারণে অপুর এখন মন্দা সময়ই বলা যায়। সেই মন্দা কাটাতে আগামী বছরের ওই ছবিটি হতে পারে অপুর জন্য তুরুপের তাস।

0 comments: