Friday, 30 October 2015

ববির ‘গোপন’ ভিডিও নিয়ে তোলপাড় (ভিডিওসহ)


আই ডোন্ট কেয়ারনিয়ে তালমাতাল অবস্থায় পড়েছেন ঢালিউডের বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী ববিবিশেষ করে পোস্টারে তার নগ্ন উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে ববি এর দায় চাপান সিনেমার পরিচালকের উপর জন্য তিনি ছবিটি বর্জনের জন্যও সবার প্রতি আহবান জানানআর এতেই ক্ষেপেছেন সিনেমাটির পরিচালক মোহাম্মদ হোসেন

মোহাম্মদ হোসেন জানান, আমার ছবিটি বাণিজ্যিক ছবিবিভিন্ন ধরনের পোস্টার করা হয়েছেববি যে ধরনের পোশাক পরেছে, পোস্টারে সেই ছবি ব্যবহার করা হয়েছেআর ববি আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেনআমি কখনও তাকে কোনো দৃশ্যের জন্য অভিনয় করতে বাধ্য করিনিআমার কাছে ছবির শুটিংয়ের সময় ববি যা যা বলেছে তার সবই ভিডিও আছেসময় হলে তা সবার সামনে প্রকাশ করব

ববির বিরুদ্ধে আরও অভিযোগ আনেন হোসেনতিনি বলেন, ছবির শুটিংয়ের সেটে ববি নিয়মিত দেরি করে আসেএমনকি শাকিব খান মেকআপ নিয়ে প্রস্তুত থাকলেও শুটিং স্পটে দেরি করে আসত সেববির সবকিছুই নির্মাতা এবং প্রযোজকরা মেনে নিলেও অভিনয় দিয়ে এখনও তিনি নির্মাতাদের আকর্ষণ করতে পারেননি

উল্লেখ্য, প্রথম ছবি দেহরক্ষীতে খোলামেলা পোশাক দিয়ে ঝলক দেখিয়েছেন ববিএরপর থেকে ঢাকাই ছবির নির্মাতারা তার ওপর ভর করেনফুল অ্যান্ড ফাইনাল’, ‘রাজত্বএবং ইঞ্চি ইঞ্চি প্রেমছবিগুলোতেও ছিল ববির খোলামেলা পোশাকের সরব উপস্থিতি

এবার ঈদে ববি অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছেএর একটি হিরো দ্য সুপারস্টার’, অন্যটি আই ডোন্ট কেয়ার

SHARE THIS

Author:

Facebook Comment

1 comment:

  1. খানকির পোলারা ফালতু নায়িকার ফালতু নিউজ দেস ক্যারে
    ভালোভাবে টাকা কামাইতে না পারলে, ভাত না খাইয়া গু খাঁ
    টাকা কম কামাইলেও চলবে, শুয়োয়রের বাচ্চা কোনহাঙ্কার

    ReplyDelete