Monday, 8 June 2015

বিয়ের কয়েকদিন আগে


সম্প্রতি নতুন একটি নাটকের শুটিং শেষ করলেন সম্রাট। ‘বিয়ের কয়েকদিন আগে’ শিরোনামের এই নাটকে সম্রাটের বিপরীতে অভিনয় করেছেন অহনা। নাটকে আইরিন তানিসহ আরও অনেককে দেখা যাবে।
নাটকে দেখা যাবে অহনার বিয়ের কয়েকদিন আগে অহনার সঙ্গে অন্য একটি ছেলের প্রেমঘটিত ব্যাপার নিয়ে নানা ধরনের ঝামেলা হয়। আর সেই ঘটনা নিয়েই গড়ে ওঠেছে নাটকের গল্প।
সম্রাট বলেন, ‘আমার পরিচালনায় এটি তৃতীয় নাটক। রোমান্টিক একটি গল্প নিয়ে নির্মাণ করেছি নাটকটি।’
ইমদাদুল হক মিলনের গল্প অবলম্বনে নির্মিত নাটকটি এবার ঈদে যেকোন একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান পরিচালক।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: