Monday, 8 June 2015

পোস্টারে নিজের কুরুচিপূর্ণ ছবি ব্যবহার করায় ক্ষুব্ধ অহনা


৫ জুন সারাদেশে মুক্তি পেয়েছে মডেল ও অভিনেত্রী অহনা অভিনীত সিনেমা ‘দুই পৃথিবী’। সিনেমাটির প্রচারণায় ব্যাবহৃত পোষ্টার নিয়ে সম্প্রতি প্রতিবাদ জানিয়েছেন অহনা। পোষ্টারে অহনাকে নগ্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
অহনা তার স্ট্যাটাসে বলেন, আমি কখনোই এত সংক্ষিপ্ত পোষাক পরি না। সিনেমায়ও পরিনি। তবু কেন এত কুরুচিপূর্ণ পোষ্টার? খুবই সুন্দর সিনেমা। কিন্তু পোষ্টার গুলো অনেক বেশি কুরুচিপূর্ণ হয়ে গেছে।’
স্ট্যাটাসে পরিবারের দোহাই দিয়ে অহনা বলেন, ‘আমাদের পরিবার আছে। তাই বুঝে শুনে পোষ্টার করবেন।’
এ প্রসঙ্গে প্রিয়.কমকে অহনা বলেন, ‌আমারও ফ্যামিলি আছে। আমারও বন্ধু বান্ধব আছে। এত বাজে করে আমাকে পোস্টারে উপস্থাপন করা হয়েছে যেটা দেখে আমার খুব খারাপ লেগেছে।আমরা একটা ছবির জন্য এতদিন সময় দিতে পারলাম আর আধা ঘন্টার শুটিংয়ের জন্য কি আমরা সময় দিতে পারবোনা?'
প্রযোজক ও পরিচালকের কাছে বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‌'আমি পরিচালককে ফোন দিয়েছিলাম কিন্তু তার ফোন বন্ধ পেয়েছি।'
চলচ্চিত্রটিতে অহনার বিপরীতে অভিনয় করেছেন নায়ক শাকিব খান। সন্ধানী কথাচিত্রের ব্যানারে নির্মিত সিনেমাটিতে শাকিবের পাশাপাশি আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। পরিচালনা করেছেন গুণী নির্মাতা এফ আই মানিক।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: