সময়ের আলোচিত চিত্রনায়িকা আইরিন অভিনীত ও এস এ অলিক অভিনীত পরিচালিত ”এক পৃথিবী প্রেম” ছবিটির শুটিং। আগামী ২২ অক্টোবর থেকে এ ছবির শেষ লটের শুটিং শুরু হবে বলে জানা গেছে।
ছবিটিতে আইরিনের বিপরীতে রয়েছেন আসিফ।
এ প্রসঙ্গে আইরিন বললেন,”এই ছবিটি সম্পূর্ণ রোমান্টিক ধারার একটি ছবি। আমি আশাবাদী ছবিটি দর্শকদের ভালো লাগবে।”
ছবিটির পরিচালক সুত্রে জানা গেছে, এই লটে ছবিটির সকল কাজ সম্পন্ন করে সব কাজ শেষ করে আগামী মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়ার পরিকল্পনা রয়েছে ছবিটির প্রযোজনা সংস্থার।
উল্লেখ্য, গেল ৯ অক্টোবর আইরিন অভিনীত ”ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল” ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটিতে আইরিনের অভিনয় দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

0 comments: