Sunday, 21 June 2015

বলিউডে পা রাখছেন তনুশ্রী দত্তের ছোট বোন ইশিতা


'আশিক বানায়া আপনে' দিয়ে বলিউড মাত করেছিলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। এবারে বড় বোনকে অনুসরণ করে বলিউড মাতাতে আসছেন তনুশ্রী দত্তের ছোট বোন ইশিতা দত্ত।
নিশিকান্ত কামাথের পরবর্তী সিনেমা ‘দৃশ্যম’ এ অভিনয় করছেন অজয় দেবগণ, টাবু, শ্রিয়া শরণ ও রজত কাপুর। আর এই সিনেমাতেই কাজের সুযোগ পেয়ে গেলেন ইশিতা দত্ত। আর এই ‘দৃশ্যম’ সিনেমাতেই নাকি ১০ জন জাতীয় পুরস্কারবিজয়ী কাজ করছেন।
উল্লেখ্য, ‘দৃশ্যম’ ইশিতার প্রথম হিন্দি সিনেমা হলেও তার ক্যারিয়ার শুরু হয় ২০১১ সালে ‘এক ঘার বানাউঙ্গা’ নামক হিন্দি ধারাবাহিকের মাধ্যমে। আর ২০১২ সালে তার প্রথম তেলেগু সিনেমা মুক্তি পায়। সহশিল্পী অজয় দেবগনও নাকি বেশ প্রশংসা করেছেন ইশিতার অভিনয়ের।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: