Saturday, 20 June 2015

মেঘলা দিনে বৃষ্টি’র গল্প


নতুন মুখ তানিয়া বৃষ্টি। ২০১২ সালের ‘ভিট চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতা থেকে মিডিয়ায় যাত্রা শুরু। এরপর বিজ্ঞাপন দিয়ে মিডিয়াতে যাত্রা শুরু করে এখন নাটকে অভিনয় করার পাশাপাশি তিনটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তাকে নিয়ে লিখেছেন সুকন্যা সই।
বিছানায় শুয়ে চোখ সবে মেলেছে তানিয়া। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে ইচ্ছে করছে তার। কিন্তু এই ইট পাথরের শহরে সে সুযোগ আর হয় না তানিয়ার। ঘুমটা আজ আগেই ভেঙ্গেছে। কাঁচের জানালায় চোখ পড়ে তার। নরম হাত দুটি বাড়ায়। ভিজে যাওয়া কুয়াশার মত জানালার কাঁচে আঙ্গুল দিয়ে আচঁড় কাটে সে। মনে মনে ঠিক করে আজ বৃষ্টিতে ভিজবে। ভাবতে ভাবতেই আকাশে বিদ্যুৎ চমকায়, বৃষ্টির পতনও থেমে যেতে থাকে। বৃষ্টিতে আর ভেজা হয় না।
গোমড়া মুখ করে বসে থাকে তানিয়া। নাতনীর গোমড়া মুখ কি আর নানু দেখতে পারেন? পারেন না। তাই তানিয়ার নামের সাথে যুক্ত করে দেন আরেকটি নাম বৃষ্টি। সেই থেকে পরিবারের সবাই তাকে ‘বৃষ্টি’ নামেই ডাকে। পাঠকের বোধ হয় গোলমেলে লাগছে আমার কথা। আর ধাঁধায় ফেলব না। এবার তাহলে বলে দেই তার পুরো নাম- তানিয়া বৃষ্টি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ঘাসফুল’ এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে এ অভিনেত্রীর।
ঢাকাতেই বড় হয়েছেন তিনি। ছোটবেলা থেকে অনেক আমুদে স্বভাবের মেয়ে। পরিবারের ছোট মেয়ে তাই আর বলার বাকি থাকে না যে সব কিছুতেই পেয়েছেন একটু বেশী আহ্লাদ। সারাদিন খেলাধুলা করে বড় বোনের সাথে ঝগড়া করে পার করতেন সময়। ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল। কিন্তু ধীরে ধীরে আলো-আধাঁরের মত বদলাতে থাকে তার ইচ্ছাগুলো। বড় হবার পর থেকে ইচ্ছেটা রুপ নেয় মিডিয়াতে কাজ করার বা চলচ্চিত্রে কাজ করার। এতই প্রেম যে ডাক্তার হবার ইচ্ছা থেকে একে বারে চলচ্চিত্রে চলে এলেন।
প্রেমে পড়েছেন কখনও? এমন সহজ সাবলীল প্রশ্নের মুখোমুখি হলে একটু লজ্জাতো লাগেই। তবে তানিয়া বৃষ্টি উত্তরটা দিলেন মিষ্টি হাসি দিয়ে। প্রেমে পড়ে আছি সেই ছোট বেলা থেকে। অভিনয়ের নেশায় বুদ হয়ে থাকি সারাক্ষন। স্বপ্ন ছিল বড় পর্দায় নিজেকে মেলে ধরব। সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে ‘ঘাসফুল’ সিনেমা দিয়ে। ছোট বেলার সেই স্বপ্নের পথ ধরে চলতে চলতে আজ তিনি বড় পর্দায় নিয়মিত হয়েছেন। করেছেন বিজ্ঞাপন ও নাটক। ‘ঘাসফুল’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করেন তিনি। এখন আরো একটি চলচ্চিত্রে অভিনয় করছেন। সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘অবলা নারী ‘ওয়াও বেবি ওয়াও’ চলচ্চিত্রটিতে একটি ফুরফুরে মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। আর সম্প্রতি শেষ করেছেন ‘দরজার ওপাশে’ চলচ্চিত্রের কাজ। খুব শিগগিরই বড় পর্দায় তাকে আবারো দেখতে পাবেন দর্শকরা।
জানা গেলো ‘লাভার নাম্বার ওয়ান’ চলচ্চিত্রটির দৃশ্যধারণ শেষের পথে। তানিয়া বলেন, ‘হাতে আরো কিছু কাজের পরিকল্কপ্পনা রয়েছে। তবে এখন বলব না। সামনে সব কিছু ঠিক হলে সবাইকে জানাব। আমি চমকে দিতে চাই দর্শকদের।’
আড্ডায় তানিয়া কেমন? ‘আড্ডা দিতে ভীষণ রকমের ভাল লাগে আমার। একসাথে একদিন আড্ডা দিলেই বুঝতে পারবেন কেমন ভাল লাগে। তানিয়া যখন কথা বলছেন আমার সঙ্গে তখন বাইরে বৃষ্টি হচ্ছিল। পাঠকের মনেও তানিয়া নিশ্চয়ই বৃষ্টি হয়েই ঝরছিলেন এতক্ষন?


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: