Friday, 19 June 2015

মাহির যে রূপ দেখে চমকে গিয়েছিলো সবাই


মাহি গিল ভারতীয় দ্বিতীয় সারির অভিনেত্রী হলেও তার জনপ্রিয়তা কোনো অংশে কম ছিলো না, শৈল্পিক ধাঁচের সিনেমার জন্য খ্যাতি ছিলো তার। ভারতের মেধাবী নির্মাতা অনুরাগ কাশ্যপের ছবি ‘ডেভ ডি’-তে পারু চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন।
কিন্তু পরবর্তীতে খুব বেশী চলচ্চিত্র ছিলো না তার হাতে। এক ধরণের হতাশায় ভুগছিলেন তিনি। তেলেগু,বাংলা কিংবা মালায়লাম ছবিতে ডাক পেলেও তা তার মনপূত হয়নি। কিন্তু যে কোনো মূল্যে তাকে যে বলিউডে স্থান করে নিতেই হবে। ফলে মাহিকে দেখা গেলো দেশি বিদেশী ম্যাগাজিনের ‘হট ফটোশ্যুট’-এ অংশ নিতে। ফটোশুটে আবেদনের দ্যুতি ছড়িয়ে সত্যি সত্যিই ‘টক অব দ্যা টাউনে’ পরিণত হন মাহি।
একেবারে ভিন্ন রূপে কেবল ভক্তদেরকে নয়, পরিচালকদেরও অবাক করে দিয়েছিলেন এই অভিনেত্রী। আর এই হট ফটোশুটের পর একে একে সিনেমার অফারও পেয়ে যাচ্ছিলেন এই অভিনেত্রী।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: