Monday, 16 February 2015

সানি লিওনের ভালোবাসা দিবস উদযাপন

গতকালই গেল বিশ্ব ভালোবাসা দিবস। বলিউড তারকারা নিজেদের মত করে এই দিন উদযাপন করেছেন। বাদ যাননি বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনও।
সানি লিওন বলিউডের সিনেমাজগতে পা রাখার পরে থেকেই সংবাদের শিরোনাম হয়ে চলেছেন। সানি অভিনীত প্রতিটি অভিনয়কেই দর্শক খুব ইতিবাচকভাবে গ্রহণ করেছে। শুধু তাই নয়, সানি এখন জনপ্রিয়তার এমন এক পর্যায়ে যেখানে পাপারাজ্জিরা তাকে সবসময়ই নজরদারিতে রাখে। এই ভ্যালেন্টাইন’স ডেতেও তার কোন পরিবর্তন হয়নি।
সানি ভালোবাসার বিশেষ দিনটি স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে বেশ মজা করে কাটিয়েছেন। তারা দুইজন আইস স্কেটিং করতেও গিয়েছিলেন। সানি লিওন বর্তমান জীবনেও যে ভারি রোমান্টিক, তা তো বোঝাই যাচ্ছে।



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: