হেট স্টোরিতে তার রূপে সম্মোহিত হয়েছে দর্শকরা।
এবার বলিউডের এই নবাগতা সুন্দরী সুরভীন চাওলা গান গাইতে চলেছে। শোনা যাচ্ছে, তার
আপকামিং সিনেমাতে একটি গানে সুর দেবেন তিনি।
জানা গেছে, গানের গলা মন্দ নয় এই সুন্দরীর। আর
হবেই না কেন? রীতিমতো ছোটবেলা থেকে যে তালিম নিয়েছেন গানের। তবে আপাতত সিনেমায় গান
গাওয়ার জন্য তিনি প্রশিক্ষণ নিচ্ছেন মীত ব্রার্দাস-এর কাছে। আর সুরভীনের সুর নাকি
বেশ মনে ধরেছে মীত ভাইদের।
সুতরাং সুরভীনের গলায় গান শুনতে, আমাদের অপেক্ষা
করতে হবে এখনও অনেক দিন।
প্রসঙ্গত এর আগে আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর নিজের
সিনেমাতে গান গেয়েছেন। আর প্রিয়াঙ্কা চোপড়ার তো গানের অ্যালবামই আছে।

0 comments: