Sunday, 15 February 2015

আমার প্রথম প্রেমের নাম রবীন্দ্রনাথঃ আইরিন

প্রেম করা মানে ভালোবাসা নয়- আইরিন
র‌্যাম্প মডেল ও চিত্রনায়িকা আইরিন সুলতানা প্রিয়.কমের পাঠকদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন । সেই সঙ্গে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন অনন্ত খান।
ভালোবাসা দিবসে আপনার পরিকল্পনা কি?
ভালোবাসা দিবসে আমার পরিকল্পনার কথা জানতে চাইলে বলবো আমি আমার চেয়ে আমার ফ্যামিলিকে বেশি ভালোবাসি। সো ফ্যামিলির সঙ্গেই সময় কাটাবো। সেই সঙ্গে বন্ধুদেরও সময় দিবো। তাদের সঙ্গে নানা জায়গায় ঘুরতে যাবো।

আইরিনের কাছে ভালোবাসার মানে কি?

আমি ভালোবাসা বলতে বুঝি সবাইকে ভালোবাসা। প্রেম করা মানে ভালোবাসা নয়, ভালোবাসা অন্য জিনিস।
ভালোবাসা দিবস কি শুধুই প্রেমিক-প্রেমিকাদের জন্য?
না, ভালোবাসা দিবস শুধু প্রেমিক-প্রেমিকাদের নয়, এটা সার্বজনীন। বাবা-মা ভাইবোন বন্ধু ইভেন খেটে খাওয়া মানুষের জন্যও ভালোবাসা দিবস। এদিন তাদের প্রতিও ভালোবাসা দেখানো যেতে পারে।
প্রেম ও ভালোবাসার মাঝে কি কোনো পার্থক্য আছে?
প্রেম শুধু নর-নারীতে আর ভালোবাসা সার্বজনীন।

 আপনার প্রথম প্রেমের গল্প জানতে চাই-
আমার প্রথম প্রেমের নাম রবীন্দ্রনাথ। কারণ তার লেখনী আমাকে মোহমুগ্ধের মতো টানে। তার লেখনী থেকে আমি প্রাণস্পন্দন পাই।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: