প্রেম বিহীন জীবন নিয়ে খুব কষ্টে সময় অতিবাহিত
করছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ । জ্যাকুলিন জানান, আমি একা, ভীষণ
একা। এতোটাই একা যে, প্রচণ্ড বিরক্ত লাগেছে। একসময় ভাবতাম সিঙ্গেল থাকা খুব ভালো।
কিন্তু এখন মনে হচ্ছে সেটা ঠিক নয়। কারণ একঘেয়েমির চরমে খারাপ অবস্থায় পৌঁছাচ্ছি।
বর্তমানে জ্যাকুলিন তার অভিনীত ‘রয়’ সিনেমার প্রচারণায় ব্যস্ত রয়েছেন। জ্যাকুলিনের
নিজেকে সিঙ্গেল দাবি করা নিয়েও গুঞ্জন উঠেছে।
বলিউড পাড়ায় অনেকেই বলাবলি করছেন জ্যাকুলিন যতোই
নিজেকে সিঙ্গেল বলুক না কেন, সালমান খানের সাথে তার যে প্রেম চলছে তা দিনের আলোর
মতোই সত্যে। সালমান বলেন,একজন অভিনেত্রী আছেন যাকে আমি খুবই পছন্দ করি, তিনি হলেন
জিনাত আমান। জ্যাকুলিন হলেন এমন একজন যিনি জিনাতের জায়গা নিতে পারবেন।ভারতীয় একটি
অনলাইন সংবাদ মাধ্যম বলেছে, সালমান মনে করেন জ্যাকুলিনের এমন একটি গুণ রয়েছে, যা
অধিকাংশ অভিনেত্রীর মধ্যেই অনুপস্থিত।
২০০৯ সাল থেকে শুরু হয়েছে জ্যাকুলিনের বলিউডি
ক্যারিয়ার, তবে এখনও ঠিকমতো হিন্দি বলা শিখে উঠতে পারেননি তিনি। ‘কিক’এর সেটে
শুটিংয়ের ফাঁকে প্রায়ই তাকে হিন্দি শিখিয়েছেন সালমান।
সূত্র: টাইমস অফ
ইন্ডিয়া

0 comments: