Friday, 30 January 2015

সানির পর্ণ সিডির হেড কোয়ার্টার কলকাতার চাঁদনী মার্কেট!


ভারতে পর্ণগ্রাফির হেড কোয়ার্টার বলতে সচরাচর দক্ষিণ ভারতকেই ধরা হয়কিন্তু বাংলাতেও নীলছবির চাহিদা বাড়ছে রমরমিয়েআর এই রমরমা পর্ণগ্রাফির আড়ত হল কলকাতার চাঁদনীচক মার্কেটকম টাকায় রগরগে সিনেমার পাইরেটেড সিডির জন্য বহু ক্রেতা ভিড় করেন এখানেসেখানে সানি লিওন অভিনীত পর্ণমুভির চাহিদাই সবচেয়ে বেশি
পর্ণগ্রাফি বা নীলছবি দেখার প্রবণতা বেড়ে চলেছে বিশ্বজুড়েমোবাইল, ট্যাবের যুগে পর্নোগ্রাফি দেখার জন্য আর নির্জনতা খুঁজতে হয় নাতালুবন্দি মুঠোফোনে চাইলেই হাজির রগরগে ভিডিওহাতের আড়ালেই তৈরি হয়ে যায় নিষিদ্ধ নির্জনতামন সেঁধিয়ে যায় আদিম রিপুর অমোঘ আকর্ষণেএকশো কুড়ি টাকা থেকে আড়াইশো টাকা, বিভিন্ন রেঞ্জের সিডি পাওয়া যায় চাঁদনী চকেপরিসংখ্যান বলছে, চাঁদনী চকের মার্কেট থেকে প্রতিদিন গড়ে শুধু সানি লিওনেরই দুশোটি করে পর্ণমুভির সিডি বিক্রি হয়
সূত্র: জি নিউজ

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: