বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রনৌতের ভক্তের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে। অবশ্য এটা কোন আশ্চর্যের বিষয় নয়, তিনি এতো ভালো অভিনয় করেন যে তা প্রশংসা পেতে বাধ্য। তবে জানেন কি কঙ্গনার এই নতুন ভক্তটি কে?
প্রতিভাবান এই অভিনেত্রীর নতুন ভক্ত হলেন ‘হায়দার’ খ্যাত অভিনেতা শহীদ কাপুর। শহীদ কাপুর ‘কুইন’ সিনেমায় কঙ্গনার অভিনয় দেখে একেবারেই মুগ্ধ। তিনি তো বলেই ফেলেছেন, কঙ্গনার মত এরকম দারুণ অভিনয় পুরো এক দশকের মধ্যে কোন অভিনেত্রী করেননি।
কঙ্গনার দুর্দান্ত অভিনয় দেখে শহীদ নাকি এক মুহূর্তের জন্যেও পর্দা থেকে চোখ সরাতে পারেননি। এখানেই শেষ নয়, শহীদের মত একজন অভিনেতাও নাকি কঙ্গনার সঙ্গে অভিনয় করতে ভয় পাবেন। শহীদ কাপুর নিজেও তো কম ভালো অভিনয় করেন না, তাহলেই বুঝুন!

0 comments: