Saturday, 31 January 2015

কঙ্গনার সঙ্গে অভিনয় করতে শহীদের কেন এতো ভয়?


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রনৌতের ভক্তের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে অবশ্য এটা কোন আশ্চর্যের বিষয় নয়, তিনি এতো ভালো অভিনয় করেন যে তা প্রশংসা পেতে বাধ্যতবে জানেন কি কঙ্গনার এই নতুন ভক্তটি কে?
প্রতিভাবান এই অভিনেত্রীর নতুন ভক্ত হলেন হায়দারখ্যাত অভিনেতা শহীদ কাপুরশহীদ কাপুর কুইনসিনেমায় কঙ্গনার অভিনয় দেখে একেবারেই মুগ্ধতিনি তো বলেই ফেলেছেন, কঙ্গনার মত এরকম দারুণ অভিনয় পুরো এক দশকের মধ্যে কোন অভিনেত্রী করেননি
কঙ্গনার দুর্দান্ত অভিনয় দেখে শহীদ নাকি এক মুহূর্তের জন্যেও পর্দা থেকে চোখ সরাতে পারেননিএখানেই শেষ নয়, শহীদের মত একজন অভিনেতাও নাকি কঙ্গনার সঙ্গে অভিনয় করতে ভয় পাবেনশহীদ কাপুর নিজেও তো কম ভালো অভিনয় করেন না, তাহলেই বুঝুন!


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: