Saturday, 31 January 2015

পরীমনি আর বাপ্পির খোলামেলা রোমান্স(দেখুন ছবিতে)


সময়কার ঢালিউডের সবথেকে আলোচিত এবং আবেদনময়ী অভিনেত্রী পরীমনিযার এখনও কোন ছবিই মুক্তি পায়নিশোনা যাচ্ছে, আগামী ভালোবাসা দিবসেই মুক্তি পেতে পারে তার প্রথম ছবি ভালোবাসা সীমাহীন
এই যখন অবস্থা, তখন নতুন খবর জোয়ার চলছে মিডিয়া পাড়ায়আর তা হলো নায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গে খোলামেলা হয়ে পর্দায় আসছেন পরীপ্রযোজক ফারুক ওমরেরলাভার নাম্বার ওয়ানসিনেমায় দেখা যাবে কেমন জমে এই জুটির রসায়নএরই মধ্য সিনেমার শ্যুটিং শেষচলছে শেষ পর্যায়ের কাজ
শোনা যাচ্ছে, এ ছবিতে বেশ খোলামেলা ও রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছেন পরীএছাড়া সিনেমার বিভিন্ন দৃশ্যে তিনি যে পোশাক পরেছেন তাও বেশ সাহসী
পরিচালক ফারুক ওমর বলেন, ‘লাভার নাম্বার ওয়ানএকটি নির্ভেজাল পরিচ্ছন্ন প্রেমের ছবিছবিতে বাপ্পি ও পরীমনির সঙ্গে আরও রয়েছেন ভিট চ্যানেল আই টপ মডেলের সেরা তিনের একজন তানিয়া বৃষ্টিরয়েছেন আলীরাজ, রেহানা জলি, আফজাল শরীফ, ইলিয়াস কোবরা, ডিজে সোহেল ও মিশা সওদাগরসিনেমাতে গান থাকছে পাঁচটি গানগুলোর দৃশ্যায়ন হবে দেশের বিভিন্ন লোকেশনে






SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: