এ সময়কার ঢালিউডের সবথেকে আলোচিত এবং আবেদনময়ী অভিনেত্রী পরীমনি। যার এখনও কোন ছবিই মুক্তি পায়নি। শোনা যাচ্ছে, আগামী ভালোবাসা দিবসেই মুক্তি পেতে পারে তার প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’।
এই যখন অবস্থা, তখন নতুন খবর জোয়ার চলছে মিডিয়া পাড়ায়। আর তা হলো নায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গে খোলামেলা হয়ে পর্দায় আসছেন পরী। প্রযোজক ফারুক ওমরের ‘লাভার নাম্বার ওয়ান’ সিনেমায় দেখা যাবে কেমন জমে এই জুটির রসায়ন। এরই মধ্য সিনেমার শ্যুটিং শেষ। চলছে শেষ পর্যায়ের কাজ।
শোনা যাচ্ছে, এ ছবিতে বেশ খোলামেলা ও রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছেন পরী। এছাড়া সিনেমার বিভিন্ন দৃশ্যে তিনি যে পোশাক পরেছেন তাও বেশ সাহসী।
পরিচালক ফারুক ওমর বলেন, ‘লাভার নাম্বার ওয়ান’ একটি নির্ভেজাল পরিচ্ছন্ন প্রেমের ছবি। ছবিতে বাপ্পি ও পরীমনির সঙ্গে আরও রয়েছেন ভিট চ্যানেল আই টপ মডেলের সেরা তিনের একজন তানিয়া বৃষ্টি। রয়েছেন আলীরাজ, রেহানা জলি, আফজাল শরীফ, ইলিয়াস কোবরা, ডিজে সোহেল ও মিশা সওদাগর। সিনেমাতে গান থাকছে পাঁচটি। গানগুলোর দৃশ্যায়ন হবে দেশের বিভিন্ন লোকেশনে।

.jpg)
.jpg)

.jpg)
0 comments: