Friday, 30 January 2015

সাংবাদিক হয়ে আবারও শ্রাবন্তী ফিরছেন ‘শেষ সংবাদ’ এ


নামেশেষ সংবাদহলেও, বিশেষ সংবাদের শুরু এখানেইসম্প্রতি জোকার নারায়ণী স্টুডিওতে মহরত হয়ে গেল পল্লব গুপ্তর সিনেমা শেষ সংবাদএর আর এ ছবিতেই প্রথম নারীবাদী কেন্দ্রিক সিনেমাতে দেখা যাবে শ্রাবন্তীকেটলিপাড়ার টিপিক্যাল নায়িকা হয়ে দর্শকদের মন তো মাতিয়েছেনই, পাশপাশি অন্য ধারার সিনেমাতেও নিজেকে মেলে ধরেছেন শ্রাবন্তীঅপর্ণা সেনের গয়নার বাক্সবা অনিরুদ্ধ রায় চৌধুরীর বুনো হাঁসছবি তাঁকে চিনিয়ে দিয়েছে চরিত্রাভিনেত্রী হিসেবেএবার দেখার পালা শেষ সংবাদতাকে কি দেয়
কাহিনির শুরু সাংবাদিক শর্মিষ্ঠাকে কেন্দ্র করেইশর্মিষ্ঠাকেই পর্দায় ফুটিয়ে তুলবেন শ্রাবন্তীকানামাছিসিনেমাতেও তাঁকে সাংবাদিকের চরিত্রে দেখা গিয়েছিল, তবে এ সিনেমার চরিত্রের ধরনটা একটু আলাদাএখনকার সময়ে উইমেন এমপাওয়ারমেন্ট নিয়ে যত কথা হয়, তার সব কি সত্যি? নাকি প্রতিদিনের দুনিয়াকে মেয়েরা যেভাবে ফেস করে তা চলতি ধারণার থেকে অনেকটাই আলাদা? এরকমই বিষয় নিয়ে তৈরি হতে চলেছে এ সিনেমা
নিজের এই চরিত্র নিয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তীওমেইনস্ট্রিম সিনেমাতে কাজ করার পাশাপাশি নানা চরিত্রে কাজ করাতেও বরাবরের আগ্রহ তাঁরআর তাইশর্মিষ্ঠাকে পেয়ে শ্রাবন্তী জানালেন, ‘চরিত্রটা চ্যালেঞ্জিংশর্মিষ্ঠার চরিত্রের অ্যাপ্রোচটাই অন্যরকমআমি আগে এরকম চরিত্রে অভিনয় করিনি সিনেমাতে শ্রাবন্তী ছাড়াও আছেন প্রদীপ মুখোপাধ্যায়, লাবনী সরকার, পার্থসারথী প্রমুখ
শেষ সংবাদপরিচালক পল্লব গুপ্তেরও প্রথম পুর্ণদৈঘ্যের সিনেমাএর আগে বানিয়েছেন শর্ট ফিল্ম,বালাজি টেলিফিল্মস ও ইমতায়াজ আলির লাভ আজ কাল’-এর সঙ্গেও যুক্ত ছিলেনসেই অভিজ্ঞতার ঝাঁপি নিয়েই এবার ফিচার ফিল্মে হাতেখড়িনিজের ছবিতে সিরিয়াস ইস্যুকেই তুলে ধরতে চান তিনিকর্পোরেট জগত এবং নারীদের সত্যিকার অবস্থান নিয়ে তাঁর শেষ সংবাদএই শুরু হবে সিনেমার জগতের বিশেষ সংবাদ


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: