সালমান খান এবং শাহরুখ খান। বলিউডের পরম বন্ধু থেকে শত্রুতে পরিণত হওয়া তারকার নাম। কুছ কুছ হোতা হে সিনেমার পরে এই তারকা জুটিকে গুটি কয়েক সিনেমাতে একসাথে অভিনয় করতে দেখা যায়। দিন দিন এই তারকা জুটির একে অপরের প্রতি ঘৃণা এতটাই বাড়তে থাকে যে এই তারকা জুটির ছোট একটি আলিঙ্গনও খবরে পরিণত হয়।
তবে এবার সালমানের বোন অর্পিতার বিয়ের আয়োজনে বলিউড তারকাদের উপস্থিতি নিয়ে বলিউড জুড়ে নতুন আলোচনা তৈরি হয়েছেন। আর তা হল ঘোর শত্রু শাহরুখ খানকে কি আদৌ বোনের বিয়েতে সালমান দাওয়াত করবেন? ধারনা করা হচ্ছে বলিউডের জাঁকজমকপূর্ণ বিয়েরগুলোর মধ্যে একটি হতে চলেছে দাবাং তারকার ছোট বোনের বিয়েটি।কাজেই পুরো বলিউড যে এই বিয়েতে সামিল হতে যাচ্ছে তাতে কোন সন্দেহ নেই। সেই হিসেবে শাহরুখের উপস্থিতিও কাম্য।
কাজেই শাহরুখ-সালমান ভক্তরা বেশ আনন্দিতই হতেন এই তারকাদের আবারও একসাথে দেখতে পেয়ে। মন খারাপ করার কিছু নেই কেননা ইতোমধ্যেই সালমান তার কখব বন্ধু কখনো শত্রুকে আমন্ত্রন জানিয়েছেন।
তবে শাহরুখ সালমানের সম্পর্কের টানাপড়নের কারণে শাহরুখ আদৌ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন কিনা সেটাই এখন দেখার পালা।

0 comments: