Tuesday, 11 November 2014

রণবীর-ক্যাটরিনা এই সপ্তাহের শেষে একই বাসায় উঠছেন?


ভারতের একটি পত্রিকা থেকে সম্প্রতি জানা যায় রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ কার্টার রোডের ফ্ল্যাটে একসাথে থাকছেনইতোমধ্যেই এই তারকা জুটি ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতি আশিষ শাহের সাথে দেখা করতে গিয়েছিলেন
আর কিছুদিনের মাঝেই হয়তোবা সবাই এই তারকা জুটিকে অভিনন্দন জানাতে পারবেনসবকিছু ঠিক থাকলে রণবীর ও ক্যাটরিনা এই সপ্তাহের শেষেই তাদের সুসজ্জিত নিজ ফ্ল্যাটে উঠবেনযদিও তারা আগে থেকেই এক সাথে থাকছেন, এখন তারা তাদের বাসার ভিতরটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে পাকাপাকিভাবে উঠার অপেক্ষায় রয়েছেন
দুই বারান্দা বিশিষ্ট সুসজ্জিত ফ্ল্যাটটিতে থাকার ব্যাপারে ইতোমধ্যেই রণবীরের জীবনের দুইজন প্রিয় ব্যক্তিত্ব সায় জানিয়েছেনতারা হচ্ছেন করণ জোহর ও অয়ন মুখার্জিরণবীর-ক্যাটরিনার বাসায় অন্যান্য তারকাদের আমন্ত্রণ জানানো হবে বলে শোনা যাচ্ছেতখন তাদের সবাই দেশের সবচেয়ে বেশি স্টাইলিশ তারকার বাসাটি দেখতে পাবেযাইহোক, দেখতে পেলেই না হয় বিশ্বাস করা যাবে!



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: