Tuesday, 11 November 2014

জন্মদিনে বিশ্রামে মিম


আপাতত বিশ্রামে সময় কাটছে লাক্স তারকা বিদ্যাসিনহা মিমেরপেশাগত কারণে ব্যস্ততার কারণে বেশ হাঁপিয়ে উঠেছেন তিনিতাই দিনকয়েক বিশ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছেনআজ মীম রাজধানীর নিকেতনে নিজ বাসাতেই কাটাবেন
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বেশ কয়েকদিন টানা কাজ করেছিএবার একটু বিশ্রাম নিইযে কারণে আজকের দিন থেকেই একটু বিশ্রামে থাকার চেষ্টা করছিএই বিশ্রামের অবশ্য আরও একটি কারণ আছেআজ তার জন্মদিনতাই দিনটিতে তিনি কোনো কাজ হাতে রাখেননি
জন্মদিন প্রসঙ্গে মিম বলেন, ‘আমার জন্মদিনে সবার কাছে আমি দোয়া চাই, আমি ভালো ভালো চলচ্চিত্রে কাজ করতে চাইসেই সঙ্গে আমার ভক্ত-দর্শকের জন্য রইল শুভ কামনা
প্রসঙ্গত, গত ৭ই নভেম্বর পর্যন্ত মীম ওয়াজেদ আলী সুমনের নির্দেশনায়সুইটহার্টচলচ্চিত্রের শুটিং করেছেনএতে তার বিপরীতে আছেন বাপ্পী ২০শে নভেম্বর থেকে এ অভিনেত্রী শুরু করবেন অঞ্জন দত্ত পরিচালিত মনবাক্সচলচ্চিত্রের কাজপাশাপাশি তানিয়া আহমেদ পরিচালিত গুডমর্নিং লন্ডনচলচ্চিত্রেরও কাজ করবেন তিনি


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: